নিজস্ব সংবাদদাতা: এতদিন নতুন স্মার্ট কার্ড কেনার জন্য যাত্রীকে খরচ করতে হত ১২০ টাকা। এর মধ্যে কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা। আর বাকি অর্থের সঙ্গে মেট্রোর তরফে দেওয়া ১০ শতাংশ ব্যবহৃত হত ভাড়া হিসেবে। কিন্তু এবার কার্ড পেতে হলে আপনাকে দিতে হবে ১৫০ টাকা। অর্থাৎ ৩০ টাকা বেশি খরচ করতে হবে আপনাকে। কেন এমন সিদ্ধান্ত? মেট্রোর তরফে জানানো হয়েছে যে ১২০ টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই খুচরোর সমস্যা দেখা দিচ্ছে। ২০ টাকা যেমন যাত্রীদের দিতে অসুবিধা হয়, তেমনই খুচরো ফেরত দিতে সমস্যা হয় মেট্রো কর্তৃপক্ষের ক্ষেত্রেও। সেই কারণেই এই সিদ্ধান্ত। ১ জুন থেকেই চালু করা হবে এই নতুন নিয়ম।