অফলাইনের দিন শেষ! বিরাট পদক্ষেপ উচ্চ মাধ্যমিক নিয়ে

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ। সমস্ত পরীক্ষার্থীদের জন্য বড় সুবিধা করে দিতে চলেছে কাউন্সিল। আর কিছুই হবে না অফলাইনে। তাই তাড়াতড়ি জেনে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
boardexam

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: খুব বড় খবর পড়ুয়াদের জন্য। অফলাইনে আবেদন করার দিন শেষ। অনলাইনেই ডুপ্লিকেট নথি হাতের মুঠোয় পেতে পারেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু করছে। এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে। সেখানেই এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাতে জানানো হয়েছে যে কাউন্সিল ১ সেপ্টেম্বর, ২০২৩-এ “অনলাইন স্টুডেন্ট পোর্টাল” চালু করতে চলেছে।

এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের (H.S) ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, মাইগ্রেশন ইত্যাদি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, ভর্তি, মার্কশিট এবং সার্টিফিকেট সংশোধন করাও যাবে।

পোর্টাল: https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student

impact