কলকাতাবাসীর জন্য দারুণ নিউজ! জট কাটিয়ে আসছে আরো এক মেট্রো

দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে ইএম বাইপাসের মেট্রোপলিটান ক্রসিংয়ে চালু হলো মেট্রোর কাজ। নিউ গড়িয়া-বিমানবন্দর (ভায়া রাজারহাট) করিডরের জন্য মেট্রোপলিটান ক্রসিংয়ে চারটি স্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
metro1

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে ইএম বাইপাসের মেট্রোপলিটান ক্রসিংয়ে চালু হলো মেট্রোর কাজ (Kolkata Metro)। নিউ গড়িয়া-বিমানবন্দর (ভায়া রাজারহাট) করিডরের জন্য মেট্রোপলিটান ক্রসিংয়ে চারটি স্তম্ভ নির্মাণ করা হচ্ছে। অনুমান, শেষ করতে তিন মাস লাগবে। তারপর পাতা হবে মেট্রোর লাইন (Metro Line)। এই লাইন দিয়েই তারপর ছুটবে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের মেট্রো (New Garia-Airport Metro)। নিউ গড়িয়া-বিমানবন্দর (ভায়া রাজারহাট) করিডরের নিউ গড়িয়া থেকে রুবির মোড় পর্যন্ত ৫.৪ কিমি অংশ বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য তৈরি হলেও একটা বড় অংশের কাজ জমিজটের কারণে থমকে ছিলো।