নিজস্ব সংবাদদাতা: বাংলার মুকুটে পালক। প্রকাশ্যে এসেছে জাতীয় পরিসংখ্যান। আর সেখান থেকেই জানা যায়, রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে (এমএসএমই) আবারও নজির গড়ল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, আবার দেশের মধ্যে সেরা বাংলা। সোমবার সেই তথ্য নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট বলছে, দেশের মধ্যে একাধিক ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলা।