মহিলাদের স্যালারি কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন স্বাস্থ্য দফতরে নিয়োগে লিঙ্গ বিশেষে বেতনের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উঠেছে। পুরুষদের তুলনায় মহিলা যোগা ট্রেনারদের সাম্মানিক ৩০০০ টাকা কম বলে অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata angry.jpg

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বাধীন স্বাস্থ্য দফতরে (State Health Department) নিয়োগে লিঙ্গ বিশেষে বেতনের ক্ষেত্রে বৈষম্যের (Gender Discrimination) অভিযোগ উঠেছে। পুরুষদের তুলনায় মহিলা যোগা ট্রেনারদের সাম্মানিক ৩০০০ টাকা কম বলে অভিযোগ ওঠে। এই সংক্রান্ত স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি সামনে আসতেই হইচই পড়ে গেছে। নড়েচড়ে বসলো রাজ্য যোগ এবং ন্যাচেরোপ্যাথি কাউন্সিল। রেজিস্ট্রার-কাউন্সিলর ড: শুভ্র ভট্টাচার্য চিঠি দিলেন স্বাস্থ্য দফতরকে।