নিজস্ব সংবাদদাতা: নেতাজী সুভাষচুন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী আজ। সেই উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে নেতাজীর জন্মজয়ন্তী। ইতিমধ্যেই এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। এদিন নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় পতাকা হাতে পদযাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনের এই পদযাত্রায় কোনও রকম কোনও দলীয় পতাকা ব্যবহার করেননি শুভেন্দু। দলের বাকি সদস্যরাও সাদা টি-শার্ট পরে, জাতীয় পতাকা হাতে র্যালিতে পা মেলান। ডরিনা ক্রসিং থেকে সেই পদযাত্রা শুরু করে রেড রোডে নেতাজীর মূর্তির সামনে এসে শেষ হয় পদযাত্রা। তারপর নেতাজীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু সহ দলের বাকি সদস্যরা।
এদিন শুভেন্দু বলেন, “আজ যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজী হতেন, তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হত না। ভারতবাসীর মুখে হাসি ফুটত। দারিদ্র্যতা, বেকারত্ব, দুর্নীতি দূর হয়ে যেত”। এদিন নন্দীগ্রামেও তাঁর একাধিক কর্মসূচী রয়েছে।