BREAKING : পাল্টে যাবে কি স্বাস্থ্য ব্যবস্থা? স্বাস্থ্য খাতে বিরাট নির্দেশনা নবান্নের!

ষষ্ঠদ্বশ অর্থ কমিশনের স্বাস্থ্য খাতে আর্থিক অনুদানের জন্য ন্যাশানাল হেল্থ মিশন জেলাশাসকদের নতুন নির্দেশনা প্রদান করেছে।

author-image
Debapriya Sarkar
New Update
Health

নিজস্ব প্রতিবেদন : ষষ্ঠদ্বশ অর্থ কমিশনের স্বাস্থ্য খাতে আর্থিক অনুদানের জন্য ন্যাশানাল হেল্থ মিশন জেলাশাসকদের নতুন নির্দেশনা প্রদান করেছে। কেন্দ্রের নির্দেশনা অনুসারে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতাল পর্যন্ত চিকিৎসকদের কনসালটেশন রুম, বিশ্রাম কক্ষ, শৌচালয়, অপারেশন থিয়েটর, লিফট এবং প্রতিবন্ধী ও প্রবীন ব্যক্তিদের জন্য উপযুক্ত সুবিধা তৈরির সুনির্দিষ্ট বাজেট প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

এছাড়া, কমিউনিটি হেল্থ সেন্টার ও সেন্ট্রাল রেফারেল ইউনিটের জন্য পরিকাঠামো উন্নয়নে জেলা শাসক ও স্বাস্থ্য আধিকারিকদের নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য কর্মীদের জন্য কোয়াটার তৈরির বাজেট, চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সদ্যজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ব্যবস্থা করা জরুরি।

রাজ্য ইতিমধ্যেই ২৮টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে ১১৮ কোটি টাকা খরচ করেছে এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রেক্ষাপটে দাবি করেছে যে, প্রায় ১০০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।