অসন্তুষ্ট নওশাদ! কেন্দ্রকে বড় নির্দেশ আদালতের

আদালতের নির্দেশে সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেও খুশি নন নওশাদ সিদ্দিকি। ফের আদালতে গেলেন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
c

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আবেদনে আদালত সাড়া দিলেও সন্তুষ্ট নন তিনি। মনোনয়ন পর্বে ভাঙড়ে যেভাবে আগুন জ্বলেছে, রক্ত ঝরেছে তাতে প্রাণহাণির আশঙ্কায় কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ। রবিবারই তার বাড়িতে পৌঁছেছেন সিআইএসএফের ৭ জওয়ান। তারপরেও সন্তুষ্ট নন আইএসএফ নেতা। যেকারণে ফের আদালতের দ্বারস্থ হলেন তিনি। নওশাদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে  সশস্ত্র জওয়ানের সংখ্যা মাত্র ২ জন। তাতেই বেজায় চটেছেন নওশাদ। কেন্দ্রের প্রতি অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া বিচারপতি রাজাশেখর মান্থা কেন্দ্রকে নির্দেশ দেন, নওশাদের নিরাপত্তা নিয়মিত খতিয়ে দেখতে হবে কেন্দ্রকে। ভাঙড়ের পরিস্থিতির নিরিখে নওশাদের বেশি নিরাপত্তার প্রয়োজন বলে আদালতে সওয়াল করেন বিধায়কের আইনজীবী। ভাঙড়ে তৃণমূলের ভোট পর্যবেক্ষক সওকত মোল্লা যেখানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন সেখানে কেন্দ্রের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নন নওশাদ।