নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে অশান্তিতে উত্তপ্ত ভাঙড়কে কেন্দ্র করে বুধবার আচমকাই নবান্নে কথা বলতে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দুপুর ৩টে নাগাদ তিনি যান নবান্নে। নওশাদ একাই ছিলেন। তবে জানান যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। নবান্ন থেকে বেরিয়ে নওশাদ জানান যে ভাঙড়ে পঞ্চায়েত ভোট পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আগে থেকে মুখ্যমন্ত্রীর অফিসে তাঁর আগমনের কথা ইমেল মারফত জানিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হল না। মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন। জনপ্রতিনিধি হিসাবে ভাঙড়ের সমস্যার দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যান বলে দাবি করলেন বিধায়ক।