নিজস্ব সংবাদদাতা: ৭২ ঘণ্টার মধ্যে গড়ফা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। জয়নগর যাওয়ার পথে নওশাদ সিদ্দিকির গাড়ি হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় আইএসএফ বিধায়ক ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও হেনস্তার অভিযোগ রজু করা হয়েছে।
জানা গিয়েছে, আইএসএফ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেন হাইকোর্টের অরিজিন্যাল সাইটের রেজিস্ট্রার। অভিযোগে তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার ইএম বাইসপাসে অভিষিক্তা আবাসনের কাছে নওশাদ সিদ্দিকির গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে। প্রতিবাদ করায় তাঁর সঙ্গে নওশাদ সিদ্দিকি ও তাঁর নিরাপত্তারক্ষীরা খারাপ ব্যবহার করেন।