নিজস্ব সংবাদদাতা: হুগলির ফুরফুরা শরীফে ইফতারে যোগদান করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, "তিনি ৯ বছর পর সেখানে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী, মমতা দিদি এবং নওশাদ সিদ্দিকী চব্বিশ ঘন্টা রাজনীতি করছেন। ফুরফুরা শরীফ সকলকে স্বাগত জানায়। কিন্তু এটাই রাজনীতি, যারা চব্বিশ ঘন্টা রাজনীতি করেন তারা রাজনীতির জন্য মন্দির এবং মসজিদে যাবেন। ফুরফুরা শরীফের সকল পীরজাদাকে, শুধু আমি নই, আজ ডাকা হয়েছে। আমরা এই ভোট ব্যাংক ভেঙে দেব, উন্নয়নের উপর ভোট দেওয়া উচিত।"
/anm-bengali/media/media_files/1000069635.jpg)