ফরাসি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শহরে হাজির নাসিরুদ্দিন শাহ

সিনেমা থেকে ফ্যাশন, ভারত ও ফ্রান্সের যোগসূত্র বেশ পুরনো ৷ এমনটাই উঠে এল অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে পরিচালক গৌতম ঘোষের কথায় ৷ আজ উদ্বোধন হল'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল'-এর। 

author-image
Jaita Chowdhury
New Update
wqdjbsasamnda

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ক্রমশ চলচ্চিত্র উৎসবের (Film Festival) প্রাণকেন্দ্র হয়ে উঠছে কলকাতা (Kolkata)। দিন কয়েকের ব্যবধানে তিনটি চলচ্চিত্র উৎসবের সাক্ষী হল শহরবাসী । 'ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল', 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এবং ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হল 'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল', কলকাতা । ২৩ ফেব্রুয়ারি দেখানো হল অনসূয়া সেনগুপ্ত অভিনীত 'দ্য শেমলেস'। দেখানো হয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত 'মন্থন' ।

এদিন চলচ্চিত্র থেকে ফ্যাশন, নানা বিষয়ে আলোচনা হয়। সিনেমা থেকে ফ্যাশন, ইন্দো এবং ফ্রেঞ্চ এই দুই দেশের যোগসূত্র যে বেশ পুরনো, তা উঠে আসে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্য অতিথিদের কথায় । নাম উঠে আসে ফরাসি চিত্র পরিচালক জঁ লুক গদার, ফাঁসোয়া ত্রুফোরের নাম । আগতরা আশাবাদী, দেশ-বিদেশের এমন ছবি দেখার এই সুবর্ণ সুযোগ নষ্ট করবেন না কলকাতার চলচ্চিত্রপ্রেমী মানুষ ।

'ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল' -এর উদ্বোধনে হাজির ছিলেন বলি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এছাড়াও ছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অনুভব সিংহ, তৃষাণ সরকার, অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র, ফরাসি চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা প্রীতিময় চক্রবর্তী-সহ আরও অনেকে ।