শয্যাশায়ী বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার আয়া

সাত বছর ধরে শয্যাশায়ী থাকা বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অস্বাভাবিক কিছু মনে হয়নি পরিবারের। কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই বেরিয়ে এল আসল ঘটনা।

author-image
Adrita
New Update
ক

নিজস্ব সংবাদদাতাঃ গত ১১ সেপ্টেম্বর কলকাতা লাগোয়া বাগুইআটির অনুপমা আবাসনে নিজের ফ্ল্যাটেই মৃত্যু হয় ৭০ বছরের বৃদ্ধা কলা মিশ্রের। ৭ বছর ধরে শয্যাশায়ী (Bed Ridden) ছিলেন তিনি। ২ জন আয়া তাঁর দেখভাল করতেন। একজন দিনে ও একজন রাতে। বৃদ্ধার ফ্ল্যাটে আর কেউ থাকতেন না। দীর্ঘ রোগভোগের পর বৃদ্ধার মৃত্যু হওয়ায় তেমন অস্বাভাবিক কিছু মনে হয়নি কারও। তাই বিধি মেনে তাঁর দেহের সৎকারও করে ফেলেন সন্তানরা। এর পর বৃদ্ধার ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন তাঁরা। তাতে দেখা যায়, ১০ সেপ্টেম্বর সারা রাত ধরে বৃদ্ধার ওপর নির্মম অত্যাচার চালিয়েছেন রাতে তাঁর দেখভালের দায়িত্বে থাকা আয়া। মারধরের পাশাপাশি বৃদ্ধার মুখে বালিশ চাপা দিতে দেখা যায় তাঁকে। এর পরই ওই মহিলার বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধার পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্ত আয়াকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।