নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি নাগরিক চেতনা মঞ্চের। "নারী নিরাপত্তা বাড়াতে পরিকাঠামোগত বদল দরকার।দাবি করা হয় বাংলা নিরাপদ রাজ্য। এই ধারণা ও বাস্তবের মধ্যে ফারাক রয়েছে। বাংলা যেন সত্যিই নিরাপদ রাজ্য হয়", সাংবাদিক সম্মেলনে বললেন অপর্ণা সেন।