নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছে নাগরিক সমাজ। অধিকার দখলের এই মিছিলে উত্তেজনা তুঙ্গে।
প্রসঙ্গত, কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের মিছিল আটকায় পুলিশ। পুলিশ মিছিল আটকালে বাগবিতণ্ডা শুরু হয়। পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়াই এই মিছিলের আয়োজন করা হয়েছে।
এছাড়াও দেশ জুড়ে কর্মবিরতির পাশাপাশি আজ সেন্ট্রাল অ্যাভিনিউতে IMA-এর প্রতিবাদ শুরু হয়েছে।