নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর মরশুমে রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কলকাতার এবং শহরতলির বেশকিছু মণ্ডপ পরিদর্শন রয়েছে তাঁর। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। কেননা সেই মণ্ডপের উদ্বোধন করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রামমন্দিরের আদলে তৈরি মণ্ডপ। তাই সেই মণ্ডপকে আলাদায় গুরুত্ব দিচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। এই সব ঠিকই ছিল, কিন্তু গোল বাঁধছে অন্য জায়গায়। নাড্ডার সফর শুরুর আগেই সরিয়ে নেওয়া হল নাড্ডার পোস্টার।
শোভাবাজার রাজবাড়ি থেকে নাড্ডার নামাঙ্কিত পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বিজেপি সভাপতির ছবি দেওয়া পোস্টার ছিল। সেই পোস্টার গুলোই এদিন নাড্ডা আসার আগে সরিয়ে নেওয়া হয়। বিজেপির অভিযোগ, এই সব তৃণমূলের কাজ। যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।