নিজস্ব সংবাদদাতা: ১০০ দিনের কাজের টাকা নিয়ে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলার শুনানিতে আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ভুল স্বীকার করে নিল রাজ্য সরকার। সরকার দাবি করল যে ১০০ দিনের কাজে ভুল হয়ে থাকতে পারে। শুধু পশ্চিমবঙ্গে কেন, অন্য রাজ্যেও এই ভুল হয়। দিনের শেষে রাজ্যের মানুষের কথা বলতে হবে। এখন এই নিয়ে কোনও প্রতিদ্বন্দ্বিতায় যেতে চায় না রাজ্য সরকার। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার ফের শুনানি হবে।