ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বড় সিদ্ধান্ত নবান্নের

শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বেশ কিছু সামাজিক প্রকল্পের টাকা পাচ্ছে না গ্রাহকরা। মহা সমস্যায় সরকার। এবার নতুন পদক্ষেপ নিল নবান্ন। দেখা যাক সুরাহা হয় কিনা।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatalakkhi

নিজস্ব সংবাদদাতা: কিষান ক্রেডিট কার্ড থেকে স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ, বেকারদের স্বনির্ভরতার লক্ষ্যে ভবিষ্যত্‍ ক্রেডিট কার্ডের সামাজিক সুরক্ষায় একাধিক সরকারি প্রকল্প সব আটকে যাচ্ছে ব্যাঙ্কে এসে। সরকারি দফতর থেকে সুপারিশ করার পরও গুচ্ছ আবেদন ব্যাঙ্কেই থাকছে পড়ে। শুধু সরকারি প্রকল্পই নয়, ৪০ শতাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ার সময়েও আটকে যাচ্ছে। 

এবার এই সমস্যার সমাধানের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে ব্যাঙ্কের নিবিড় যোগসূত্র গড়ে তুলতে জেলাগুলিকে প্রতি মাসে 'ব্যাঙ্ক সর্ম্পক দিবস' পালনের নির্দেশ দেওয়া হল নবান্নর পক্ষ থেকে। জেলাশাসকদের চিঠি দিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিয়েছেন যে এখন থেকে প্রতি মাসের তৃতীয় সপ্তাহের একটি কাজের দিনে এই সর্ম্পক দিবস পালন করতে হবে। এর ফলে কতটা সমাধান হচ্ছে, নিয়মিত তার রিপোর্টও পেশ করতে হবে।