চিকিৎসকদের ওপর নতুন করে চাপ বাড়াল রাজ্য সরকার! কী বললেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণইস্তফা’ রাজ্য সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Alapan Bann1

নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের দুই শতাধিক চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। এই প্রসঙ্গে  শনিবার নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়, ‘গণইস্তফা’ রাজ্য সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। 

শনিবার সাংবাদিক বৈঠক করেন ম‌ুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, গণইস্তফা যেভাবে দেওয়া হয়েছে তা রাজ্য সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এদিন কার্যত তিনি বুঝিয়ে দেন কীভাবে পদত্যাগ করতে হয়। যদিও আগেই সিনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁরা ব্যক্তিগত ইস্তফা দিতে প্রস্তুত। শনিবারের সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌প্রত্যেকটি ক্ষেত্রেই ‘গণইস্তফা’র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুযায়ী, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগতভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়। এই ‘গণইস্তফা’ কোনও গ্রাহ্য পদত্যাগ নয়।ইস্তফা দিতে চাইলে সেটা বৈধভাবে দিতে হবে। তখন সরকার সেটা বিবেচনা করে দেখবে।’‌ অর্থাৎ রাজ্য সরকার সেটা গ্রহণও করতে পারে।

প্রায় দুই মাস ধরে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের সমর্থন করে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সরকারের তৎপে এখনও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছেন।