নিজস্ব সংবাদদাতা: করোনা (COVID 19) নিয়ে চিন্তিত বাংলা। সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অনুমান ছিল, করোনা ঠেকাতে নতুন করে রাজ্যবাসীকে সতর্ক করতে নির্দেশিকা (Advisory) জারি করতে পারে নবান্ন (Nabanna)। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করল।
১. ভিড় এড়িয়ে চলতে হবে। মূলত বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, কো-মর্বিডিটি থাকা মানুষদের জমায়েত থেকে দূরে থাকতে হবে।
২. ট্রেন, বাস, ট্রাম, মেট্রোর মতো গণ পরিবহণে যাতায়াত করার সময় মাস্ক (Mask) ব্যবহার করুন। ভিড় জায়গায় মাস্ক পরে থাকুন।
৩. সময়ান্তরে নিজের হাত সাবান দিয়ে ধোয়ার ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছে নবান্ন। বাচ্চাদের ক্ষেত্রে বেশি করে খেয়াল রাখতে হবে।
৪. হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। সর্দি-কাশিতে ভুগছেন এমন ব্যক্তিদের থেকে বাচ্চাদের দূরে রাখুন। বয়স্ক, কো-মর্বিডিটি থাকা মানুষ ও অন্তঃসত্ত্বা মহিলাদের এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে।
৫. ভ্যাকসিন না নেওয়া থাকলে অবিলম্বে নিতে হবে। কারুর শরীরে করোনা উপসর্গ থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করান।