WEST BENGAL: জারি ১৬৩ ধারা!

কাল কি তাহলে সমস্যা হবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata nabannas.jpg

নিজস্ব সংবাদদাতা: আরজি করে চিকিত্‍সক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আগামীকাল নবান্ন অভিযান করবে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’।

R G Kar Incident

এই কারণে হাওড়ায় বিশেষ ব্যবস্থা নেওয়া হল নিরাপত্তার দিক থেকে। নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে বেশ কয়েকটি জায়গায়। পাশাপাশি, নবান্নের চারপাশে ১৬৩ ধারা জারি করে দেওয়া হয়েছে।

143

১৬৩ ধারা ভারতীয় দণ্ড বিধিতে আগে ১৪৪ ধারা ছিল আর বর্তমানে ভারতীয় ন‍্যায় সংহিতা অনুযায়ী হয়ে গেছে ১৬৩ ধারা। 

nabammmmma.webp