নিজস্ব সংবাদদাতা: আজ সেই ঐতিহাসিক দিন, যেদিন সরকারের বিরুদ্ধে সুর তুলে পথে নামছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। আরজি কর ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং জাস্টিস ফর আরজি করের স্লোগান তুলে আজ রাস্তায় নামছে রাজ্যের ছাত্ররা। আজ নবান্ন অভিযান। তবে এই নবান্ন অভিযানকে গতকালই বেআইনি ঘোষণা করেছে পুলিশ। অভিযান তুলে নেওয়ার কথাও বলেছে প্রশাসন। তবে তা শুনতে নারাজ তারা। অতএব আজ নবান্ন অভিযান হচ্ছেই। আর তা রুখতে বদ্ধ পরিকর পুলিশ।
সকাল থেকেই দেখা গেল রাস্তায় নেমেছে পুলিশ। বন্ধ দ্বিতীয় সেতুতে যান চলাচল। নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা হাওড়া ব্রীজ। নিজে দায়িত্ব নিয়ে সবটা ঘুরে দেখছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি। রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে র্যাফ, পুলিশ, কমব্যাট ফোর্স।