কড়া নিরাপত্তাকে বুড়ো আঙুল! সটান নবান্নের ১৩ তলায় পৌঁছালেন ইনি

সবার চোখ এড়িয়ে নবান্নের ১৩ তলায় পৌঁছে যাওয়া! এতোটা দুঃসাহস কে দেখালো বলুন তো?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-10-05 133816.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সর্বদাই কড়া নিরাপত্তায় মোড়া থাকে নবান্ন। হাজার রকম নিরাপত্তার বলয় পেরিয়ে তারপর প্রবেশ করা যায় নবান্নের অন্দরে। আর তারপর সেই ১৪ তলায় পৌঁছতে গেলে লাগে অনেক রকম শর্ত। অবশ্য তা হবে নাই বা কেন, সেখান থেকেই তো কর্ম পরিচালনা করেন মুখ্যমন্ত্রী। ফলে নিরাপত্তা যে আঁটোসাঁটো হবে এটাই স্বাভাবিক। তা বলে সবার চোখ এড়িয়ে নবান্নের ১৩ তলায় পৌঁছে যাওয়া! এতোটা দুঃসাহস কে দেখালো বলুন তো?

তিনি আর কেউ নন, স্বয়ং হনুমান বাবাজী। নবান্নের কড়া নিরাপত্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নবান্নের ১৩ তলায় আজ পৌঁছে যায় একটি হনুমান। সিঁড়ির কার্নিশে বহাল তবিয়তে বসে থাকে সে। অফিস টাইমে হনুমানের আবির্ভাবে হইচই পড়ে যায় নবান্নে। অনেকে আবার ভালোবেসে বিস্কুটও খাওয়ায়। তিনিও সেই বিস্কুট খান। তারপর খানিকটা পুলিশ, নিরাপত্তারক্ষীর তাড়া খেয়ে আবার ফিরে যান নিজের স্থানে।

Screenshot 2023-10-05 133355.png

এই নিয়ে যেরকম শোরগোল পড়েছে, ঠিক তেমনি অনেকে হাসি-মজার মধ্যেও নিয়েছেন বিষয়টি। সবার একটাই বক্তব্য, এতোদিন তো জানতাম নবান্ন অভিযান করেন অনেকেই, কিন্তু নবান্নের ধারে কাছ পর্যন্ত আসতে পারেন না কেউই। তাহলে ‘শ্রীরামের ভক্ত’ এলেন কি করে? চোদ্দো তলায় কোনও আবেদন জানানোর ছিল কি?