নিজস্ব সংবাদদাতা : ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। শহর থেকে জেল, পুজোর মুখে আতঙ্ক বাড়ছে। এ রাজ্যেও ঘটছে প্রাণহানির ঘটনা। বাড়ছে আক্রান্ত। এমস্তাবস্থায় প্রশাসন থেকে শুরু করে উদ্বিগ্ন পুর কর্তারাও। ডেঙ্গু প্রতিরোধের মূল মন্ত্র ছড়িয়ে দিতে তৎপর পুরসভা। সোমবার শহর জুড়ে ভেক্টর কন্ট্রোল টিম এবং SWM বিভাগের ফ্রন্টলাইন কর্মীরা নামলেন পথে। চারিদিকে মশার তেল ছড়িয়ে দেওয়া থেকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার কাজ করলেন। চলছে মাইকিংও। জল জমতে না দেওয়া বাড়ির চারিপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। এই বার্তাই দেওয়া হল।