নিজস্ব সংবাদদাতাঃ পুর নিয়োগ দুর্নীতির তদন্তের রিপোর্ট দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআই- দুই কেন্দ্রীয় সংস্থাকে পুর নিয়োগ মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার আদালতে ইডি-র জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতি সিনহা মন্তব্য করেন, ‘একেবারেই সন্তোষজনক নয়। নতুন কী আছে? যা যা পদক্ষেপের কথা আছে, সেগুলো তো আগেই করা হয়েছে? এত ধীর গতি কেন?’ একইসঙ্গে রাজ্যকে ভর্ৎসনা করেছেন বিচারপতি।
সিবিআই এদিন কোনও রিপোর্ট দিতে পারেনি। আরও কিছুটা সময় চেয়ে নেন সিবিআই-এর আইনজীবী। তিনি জানান, 'রিপোর্ট প্রস্তুত, তবে আদালতে পেশ করতে আরও কিছুদিন সময় লাগবে।' এই বক্তব্যে অসন্তুষ্ট হয়ে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘একবার বলছেন রেডি। আবার চেঞ্জ করতে চাইছেন?’
সূত্রে খবর, আগামী বুধবার সিবিআই ও ইডিকে ‘সিলড’ কভারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।