৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে! কলকাতা পুলিশকে সতর্ক করল পুরসভার চিকিৎসকরা

৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। কলকাতা পুলিশকে সতর্ক করল পুরসভার চিকিৎসকরা।

author-image
Tamalika Chakraborty
New Update
tapabrata roy

নিজস্ব সংবাদদাতা: পুজোর কার্নিভালে যোগ দিতে যাওয়ার সময় চিকিৎসক তপোব্রত রায়কে আটক করে কলকাতা পুলিশ। কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। রেড রোডে পুজো কার্নিভালের মেডিক্যাল টিমে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তিনি একটি টিশার্ট পরেছিলেন। পাশাপাশি বিচার চেয়ে একটি ব্যাজ পরেছিলেন। এই ইস্যুতে বুধবার পুরসভায় চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়।  অকারণে সহকর্মীকে আটক করার বিষয়টি মোটেই ভালো চোখে দেখছে না কলকাতা পুরসভার চিকিৎসকরা। 

তিন দফা দাবিকে সামনে রেখে কলকাতা পুরসভার চিকিৎসকরা বৈঠকে বসেন। কলকাতা পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দেন চিকিৎসকরা। সূত্রের খবর, বৈঠকে চিকিৎসকেরা মূলত তিনটি দাবিকে সামনে রেখেছেন। তাঁদের স্পষ্ট দাবি, চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে ১৫১ ধারা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তপোব্রতর বিরুদ্ধে মামলা রুজু হলে পুরসভাকে আইনি সহায়তা দিতে হবে।  এই তিন দাবির পাশাপাশি  পুরসভার চিকিৎসকরা ‘আমরা সবাই প্রতিবাদী’ ব্যাজ পরে বুধবারদিন কাজ করেন।  কলকাতা পুরসভার চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

 tamacha4.jpeg