নিজস্ব সংবাদদাতাঃ সন্ধ্যায় বাড়ি ফেরার মুখে শিয়ালদহ দক্ষিণ শাখায় চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা। শুক্রবার সন্ধ্যার কিছু পরে শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ ও ঢাকুরিয়ার আপ লাইনে মধ্যে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জন্য আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সূত্রে খবর, গড়িয়া স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। ফলে সোনারপুর, বারুইপুর-সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় আপ ট্রেন। আপ ট্রেন শিয়ালদহ না পৌঁছানোর কারণে ডাউন ট্রেনের সংখ্যাও কমে যায়। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিষেবা। সেই কারণে ডায়মন্ড হারবার, লক্ষীকান্তপুর,নামখানা, বারুইপুর সহ বিভিন্ন সেকশনের ডাউন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের কর্মীরা। দ্রুত মেরামতির কাজ চলছে। তবে কখন ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।