নিজস্ব সংবাদদাতা : সামনেই মহরম। কাজিয়া নিয়ে শোভাযাত্রা হবে শহরের বুকে। তার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধর্মীয় মিছিল। ফলে বেশ কিছু এলাকায় যানজটের সম্ভাবনা তৈরি হয়েছে। তার ওপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তাই আগেভাগেই জেনে নিন সপ্তাহের প্রথম দিনে, কোন রুটে কখন মিছিল যাবে। সেই মতো হাতে সময় নিয়ে বেরোন বাড়ি থেকে। যানজট এড়াতে বিকল্প রুট বাছুন। সকালের দিকে কোনো কর্মসূচি না থাকলেও দুপুর ১ টায় কেশব চন্দ্র সেন স্ট্রিট থেকে একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বিধান সরণি, সূর্য্য সেন স্ট্রিট, এপিসি রোড হয়ে রাজাবাজার পর্যন্ত যাবে। এই রাস্তাগুলোতে দুপুর একটার পর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এরপর বিকেল ৪টেয় কলেজ স্কোয়ার থেকে একটি ছোট মিছিলের সম্ভাবনা আছে। এই মিছিলে তিনশো থেকে চারশো লোক সমাগম হওয়ার সম্ভাবনা। অফিস ফেরত সময়ে সন্ধ্যা ৬ টা নাগাদ আবার নর্থ শিয়ালদা রোডের কাছ থেকে একটি শোভাযাত্রা বের হবে। মহারানি স্বর্ণময়ী রোড, ক্যানেল ওয়েস্ট রোড, এপিসি রোড হয়ে আবার ফেরত যাবে। ফলে ব্যাপক ভোগান্তি হতে পারে।