নিজস্ব সংবাদদাতা: আদানি বিষয় নিয়ে সংসদে ভারত জোটের প্রতিবাদে তৃণমূলের যোগ না দেওয়ার বিষয়ে, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, "আপনি জোটের অবস্থা দেখতে পাচ্ছেন। কখনও তৃণমূল অনুপস্থিত, কখনও কখনও আপ অনুপস্থিত। কংগ্রেস যেখানেই জনগণের কাছে যায়, জনগণ সেখানে তাদের প্রত্যাখ্যান করে। এটাই কংগ্রেসের এজেন্ডা। তৃণমূল কখন কোথায় যাবে কেউ জানে না...মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে এই জোটের মুখ হোক। তিনি তাকে দেশের প্রধানমন্ত্রী হওয়ারও প্রস্তাব দিয়েছিলেন। সেই মল্লিকার্জুন খাড়গের ক্ল্যারিয়ন কল এখন তৃণমূলকে অন্তর্ভুক্ত করে না। এ সবই এখন নাটক। তারা গণতন্ত্রের মর্যাদা নষ্ট করছে"।