দিন পেরিয়ে যাচ্ছে, মিলছে না সাংসদের দেহাংশ, হাল ছাড়ছেন না গোয়েন্দা প্রধান

'আমরা সিআইডি পশ্চিমবঙ্গের সাহায্য নিয়েছি এক্ষেত্রে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
anwarul-azim-anar-mp-jhinidha-20054-1716226031

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার খুনের মামলার বিষয়ে, বাংলাদেশ গোয়েন্দা বিভাগের প্রধান হারুন-অর-রশিদ এদিন বলেন, "আমরা ওই ডুপ্লেক্স ফ্ল্যাটের সাথে সংযুক্ত স্যুয়ারেজ লাইনটি আজ পরীক্ষা করে দেখব। আমরা সিআইডি পশ্চিমবঙ্গের সাহায্য নিয়েছি এক্ষেত্রে। সিআইডি ওয়েস্ট বেঙ্গলের সাহায্যে আমরা সম্পূর্ণ স্যুয়ারেজ লাইনটি ভেঙে ফেলার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা অভিযুক্ত কসাইকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য সংগ্রহ করেছি। একই সাথে বেশ কিছু ডিজিট্যাল প্রমাণ আমাদের হাতে এসেছে, যা নিয়ে আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করেছি। আমরা সংগৃহীত তথ্যের সাথে অভিযুক্তের বয়ান মিলিয়ে দেখছি। আশা করছি, ওর থেকেও কিছু প্রমাণ মিলবে”।

bangladesh-mp-murdered-kolkata-flat_625x300_22_May_24.webp

Add 1