BREAKING: ভোট দিলে লাড্ডু, ভোট না দিলে বঞ্চনা! তৃণমূল একাই লড়বে- জানিয়ে দিলেন অভিষেক

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Large-img-Abhishek-Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আজ সাতগাছিয়ায় সেবাশ্রয় পরিদর্শনে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রকে কটাক্ষ করলেন তিনি। 

অভিষেক বলেন, "কেজরিওয়ালের বিরুদ্ধে মানুষকে বোঝাতে সফল বিজেপি। কেজরিওয়ালকে কাজ করতে দেওয়া হয়নি। দিল্লির হার থেকে শিক্ষা নিতে হবে। বাংলা মাথা নত করবে না। ভোট দিলে লাড্ডু, ভোট না দিলে বঞ্চনা। বিহারকে ভরিয়ে দিয়ে বাংলাকে বঞ্চনা। দিল্লিতে জোট হিসেবে লড়লে লাভ হত। একা লড়ে তৃণমূলের ফল ভালো হয়েছে, তৃণমূল একাই লড়বে। রাজ্যের বাজেট মানুষের জন্য। কেন্দ্রের বাজেট বাংলা বিরোধী"।