নিজস্ব সংবাদদাতা : আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে জড়িত সন্দীপ ও অভিজিতের জামিনের খবর পেয়ে হতাশায় ভেঙে পড়লেন নির্যাতিতার মা। অভিযোগ উঠেছে, যদিও গ্রেফতারের পর ৯০ দিন পেরিয়ে গেছে, সিবিআই এখনও আদালতে কোনো চার্জশিট জমা দিতে পারেনি। এর ফলে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।
নির্যাতিতার মা জানান, "আমরা সিবিআই এর উপর আর ভরসা রাখতে পারছি না। সমস্ত তথ্য-প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, যা আমাদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।" পরিবারের দাবি, সন্দীপ ও অভিজিতের জামিনে আদালতের সিদ্ধান্ত তাদের জন্য এক ধাক্কা, আর তারা বিশ্বাস করছেন না যে সঠিক বিচার হবে।
এই পরিস্থিতিতে, সিবিআই তদন্তের গতি নিয়ে সংশয় দেখা দিয়েছে এবং স্থানীয় জনগণও অভিযোগ করছেন যে মামলার যথাযথ তদন্ত না হওয়ায় অপরাধীদের বিচারের আওতায় আনা কঠিন হয়ে পড়ছে।