'শিগগিরি সরে যা'! হঠাৎই অভিষেকের মাকে ফোনে বললেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতার বিশেষ নির্দেশ অভিষেকের মাকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-19 at 2.19.00 PM

নিজস্ব সংবাদদাতা: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। প্রথমে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পরিদর্শন করে তারপর গেলেন হাওড়ার উদয়নারায়ণপুরে। মুখ্যমন্ত্রীর দাবি, সেখানেই তাঁর বাড়ি থেকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়।

mamata36

সাংবাদিকদের সামনেই মুখ্যমন্ত্রী বললেন, "আমার কাছে এখুনি ফোন এল, আমরা যেখানে থাকি, ওতো উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গা, তাও লাস্ট সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছে। আমি ফোন করে বললাম লতাকে, লতা আমার সঙ্গেই থাকে, ওঁ অভিষেকের মা… বললাম শিগগিরি পাশে সরে যা। সমস্ত গলিটলি সব জলে ডুবে গিয়েছে। এতো জল। এটা এখন চলবে দু-একটা দিন। কালকে পূর্ণিমার কোটালও গিয়েছে। তারপর যদি রোদ থাকবে, তিন চার দিন সময় লাগবে"।

বুধবার থেকেই জেলা সফরে বের হন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়ার একাধিক এলাকা ঘুরে দেখে তিনি বলেছিলেন, 'ডিভিসির সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক রাখা হবে কিনা ভাবতে হবে। কেন্দ্র ড্রেজিংয়ে নজর দিচ্ছে না। পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হচ্ছে। এটা বৃষ্টির বন্যা নয়।  ঝাড়খন্ড বিহার থেকে জল ছাড়া হয়েছে। বারবার দুই রাজ্য থেকে ছাড়া জলের প্লাবিত হচ্ছে বাংলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক'।