আরজি করের প্রতিবাদে এবার অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা

মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তা মানা যায় না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rg kar protest 2

File Picture

নিজস্ব সংবাদদাতা: তারা সকলে ষাটের দশকের চিকিৎসক। বহু বছর ধরে নিজেদের চিকিৎসা পরিষেবায় নিয়োজিত রেখেছেন প্রাণ। তবে বর্তমানে বয়সের ভারে সব কিছু থেকে দূরে সরে গিয়েছেন তারা। এখন অবসরপ্রাপ্ত জীবন চলছে। আর সেই জীবনের ছন্দপতন ঘটালো আরজি করের হাড়হিম করা হত্যা কাণ্ড। মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তা মানা যায় না। তা কিছুতেই মানা যায় না। আর তাই আজ সকল বাধাকে অতিক্রম করে জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা।

rg  kar protest
File Picture

চিকিৎসকদের কথায়, ‘আজ যারা প্রতিবাদ দেখাচ্ছে তারা সকলে তাঁদের নাতি-নাতনির বয়সই। আজ তাঁদের বিপদে যদি সিনিয়রেরা এসে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? এই ঘটনা মানা যায় না। আর এর বিচার চাই। কেননা এটা ছেলে-মেয়েদের, নাতি-নাতনিদের সম্মানের লড়াই।

1723534230_rg-kar-tto
File Picture

নক্সালের আমলে তারা চিকিৎসা করতেন রোগীদের। সেই সময় মহিলা চিকিৎসকের সংখ্যা হাতে গোনা ছিল। অথচ সেই সময়ও তারা সম্মানের সাথে, নিরাপত্তার সাথে চিকিৎসা পরিষেবা দিতে পারত। তখন এমন ঘটনা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। তাহলে আজ কেন? এদিন এই প্রশ্নই তুলে দিয়েছেন মোস্ট সিনিয়র চিকিৎসকেরা। 

India Post Advertisement Rakhi_300x250

Adddd