কাল ২১ জুলাই, আজ নেই বাস! ক্ষমা চেয়ে নিলেন মমতার মন্ত্রী

আগামীকাল শহরে তৃণমূলের বিরাট সমাবেশ। ২১ জুলাই উপলক্ষ্যে আজ থেকেই শহর কলকাতায় কমতে চলেছে বাসের সংখ্যা। এবার যাত্রী হয়রানি নিয়ে মুখ খুললেন মমতার মন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
buskolkata

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কাল ২১ জুলাই, রাস্তায় কমছে বাস। হাওড়া স্টেশনে উধাও সরকারি বাস। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও বাসের দেখা নেই। যাত্রী হয়রানির ছবি বর্ধমানেও। একেবারে শুনশান বাস স্ট্যান্ড। চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা। এদিকে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বললেন যে বৃহত্তর স্বার্থের জন্য ভাড়া নেওয়া হয়েছে বাস। 'একটা দিনের জন্য আমি ক্ষমা চাইব মানুষের কাছে', বললেন মন্ত্রী।