নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছেন সে দেশের হিন্দুরা। তাঁদের সকলের মুখে আতঙ্কের ছাপ। তাঁদের কাছে নির্যাতনের কথা শুনলে কার্যত শিউরে উঠতে হচ্ছে।
বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বনগাঁ হয়ে ভারতে প্রবেশ করেছেন এক দিন মজুর। তাঁর কথায় উঠে আসে সে দেশের কঠিন পরিস্থিতি। তিনি বলেন, বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার তো রয়েছেই। তারমধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁওয়া। তিনি বলেন, বাংলাদেশে এখন আলু প্রতি কেজি ৫০০ টাকা। যদি আমি দিনে ৫০০ টাকা ইনকাম করি, তাহলে ১০০ টাকা যাবে শুধু আলু কিন্তু। বাংলাদেশের যা অবস্থা হয়েছে, তাতে আলু সেদ্ধ ভাত খেয়ে থাকার মতো পরিস্থিতি নেই। তিনি ভারতে প্রবেশ করে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, “সাধারণ মানুষের ভীষণ কষ্ট হচ্ছে। ৭১ সাল থেকে এসেই যাচ্ছে। ভারতে আসছে। এসেই যাবে। আমাদের দেশে তো আর বটগাছই নেই।”
তবে সীমান্ত পেরিয়ে যাঁরা বাংলাদেশ থেকে এপারে আসছেন, তাঁরা জানাচ্ছেন, বাংলাদেশে অশান্তি হচ্ছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। তবে বাংলাদেশের বেশ কিছু জায়গায় খুব বেশি পরিমাণে অশান্তি হচ্ছে। সেখানে সংখ্যালঘুদের থাকা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছ। জিনিস পত্রের দাম প্রচণ্ড বেশি। তার ফলে সে দেশে জীবন ধারণ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়েই তাঁরা দেশ ছাড়ছেন।