আগামী ১লা জুলাই থেকে দক্ষিণে বর্ষা, জানালো আবহাওয়া দফতর

অবশেষে স্বস্তির বৃষ্টি।

author-image
Adrita
New Update
সসদ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির প্রকোপ চললেও দক্ষিণে এখনও দেখা নেই বর্ষার। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী ১লা থেকেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Monsoon to remain active till July 16: IMD | India News - The Indian Express

তারা আরও জানিয়েছে যে, টানা ৬ দিন ধরে চলবে বৃষ্টি। এছাড়াও, বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিমি। 

Monsoon 2024: Southwest monsoon sets in over Kerala. When will Delhi,  Mumbai receive first spells of rain? - BusinessToday

Adddd