GOOD NEWS: সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু! বাংলার বর্ষা নিয়ে বড় আপডেট

বৃষ্টি কবে আসবে? সকলের মনে এতদিন ছিল একটাই প্রশ্ন। এবার জুন মাসে প্রবেশ করার সাথে সাথেই সবার মনে উঁকি দিচ্ছে একটা প্রশ্ন যে বঙ্গে বর্ষা কবে আসছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
monsoon

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: জুনের প্রথম দিনে পাওয়া গেল বড় খবর। কারণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু একটু একটু করে বাড়তে শুরু করেছে বলেই খবর। উত্তর আন্দামান ও বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বর্ষার আগমনের। আবহাওয়া দফতর বলছে যে উত্তর বঙ্গোপসাগরে ২২ থেকে ২৪ মে-র মধ্যে সাধারণত বর্ষা প্রবেশ করে। এবার একটু দেরিতে বর্ষা প্রবেশ করছে। কেরালাতেও বর্ষা প্রবেশ করবে ৪ অথবা ৫ জুন নাগাদ। জুনের প্রথম সপ্তাহে বর্ষা প্রবেশ করে বাংলায়। এবার ১২ থেকে ১৫ জুনের মধ্যে বাংলায় বর্ষা দেখা দিতে পারে। এদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে তুমুল গরমে যেন পুড়ছে চামড়া।