নিজস্ব সংবাদদাতা: জুনের প্রথম দিনে পাওয়া গেল বড় খবর। কারণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু একটু একটু করে বাড়তে শুরু করেছে বলেই খবর। উত্তর আন্দামান ও বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বর্ষার আগমনের। আবহাওয়া দফতর বলছে যে উত্তর বঙ্গোপসাগরে ২২ থেকে ২৪ মে-র মধ্যে সাধারণত বর্ষা প্রবেশ করে। এবার একটু দেরিতে বর্ষা প্রবেশ করছে। কেরালাতেও বর্ষা প্রবেশ করবে ৪ অথবা ৫ জুন নাগাদ। জুনের প্রথম সপ্তাহে বর্ষা প্রবেশ করে বাংলায়। এবার ১২ থেকে ১৫ জুনের মধ্যে বাংলায় বর্ষা দেখা দিতে পারে। এদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে তুমুল গরমে যেন পুড়ছে চামড়া।