নিজস্ব সংবাদদাতা: বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার সেই সংগঠনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠল। সংগঠনের মোট ১৫ জন নেতার বিরুদ্ধে সরাসরি আর্থিক নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে। তাঁদের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করে রাজ্য প্রশাসনের কাছে চিঠি লিখেছেন দেবপ্রসাদ হালদার নামক এক ব্যক্তি। ১৯ মে পাঠানো হয়েছে সেই চিঠি। শুরু হয়েছে নতুন বিতর্ক।
চিঠিটি পাঠানো হয় রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিআইজি সিআইডি, ময়দান থানার পুলিশ আধিকারিক এবং ভারতীয় সেনাবাহিনীর ফোর্ট উইলিয়ামের কমান্ড্যান্টকে। চিঠিতে বলা হয়েছে, যাঁদের নামে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে যেন অবিলম্বে এফআইআর দায়ের করে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ ও কোষাধ্যক্ষ শৈবাল সরকারকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।