খরচ করেছে প্রায় ৯০০ কোটি টাকা

বহু রাজনৈতিক টানাপোড়েন, দাঙ্গা থেকে আইনি জটিলতা পেরিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে ২০২০ সালে অযোধ্যায় রাম মন্দির তৈরি শুরু হয়। সে বছরের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মন্দির তৈরির জন্য দ্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট’ খরচ করেছে প্রায় ৯০০ কোটি টাকা।

রেপ্লিকা কলকাতায় বানাতে খরচ ২ কোটি টাকার কাছাকাছি

গত ১৯ অগাস্ট পুজো উদ্যোক্তারা ধুমধাম করে প্রকাশ করেন সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম, অযোধ্যার রামমন্দির। এরপর মাত্র দু মাসেরও কম সময়ে তৈরি একেবারে আস্ত সে মন্দির। সন্তোষ মিত্র স্কোয়ারের ক্লাব সম্পাদক জানান, এবারে তাদের পুজোর বাজেট ছিল আনুমানিক ২ কোটি টাকার সামান্য বেশি। অর্থাত্‍ অযোধ্যার ৯০০ কোটির রামমন্দিরের রেপ্লিকা কলকাতায় বানাতে খরচ পড়েছে ২ কোটি টাকার কাছাকাছি।