নিজস্ব সংবাদদাতা: ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে, আগুন জ্বালো…’ আজ যেন মন্ত্র একটাই। আর সেই মন্ত্রেই দীক্ষিত বহ্নিশিখা প্রাণে জ্বালিয়ে আজ ফের পথে নামা। আজ মশাল মিছিলে পা মেলাচ্ছে গোটা চিকিৎসক মহল সহ নাগরিক সমাজ, আর সঙ্গে রয়েছেন সাধারণ মানুষ।
আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে ফের আরজি কর মামলার শুনানি। এমনিতেই প্রথমে ২৭ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে করা হয় ৩০ সেপ্টেম্বর। আর আগামীকাল রয়েছে তারই শুনানি। স্বাভাবিক ভাবেই সবাই তাকিয়ে রয়েছে আগামীকালের শুনানির দিকে।
আর এরই মাঝে শুনানির আগের দিন ফের পথে নামলো জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা সহ রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ থেকে আজ জুনিয়র চিকিৎসকেরা সকলে মিলে পা মিলিয়েছেন মশাল মিছিলে। তাঁদের সাথেই যোগ দিয়েছে নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। তবে এবার আর গলাই স্লোগান শুধু ‘উই ওয়ান্ট জাস্টিস’ নেই, রয়েছে আরও অনেক প্রতিবাদী স্লোগান।
কেউ বলছেন, ‘বিচার তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’। আবার কেউ বলছেন, ‘এক হয়েছে লক্ষ গলা, ভয় পেয়েছে ১৪ তলা’। অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা যে বলেছিলেন, তাঁদের সব দফা দাবি পূরণ না হলে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে, আরও তীব্রতর হবে। আর আজকের শত শত মশালের আঁচ যেন কোথাও গিয়ে সেই দাবিকেই সত্যি প্রমাণিত করছে।