নিজস্ব সংবাদদাতাঃ রবিবার জানা গিয়েছে, নাগরিক সমাজের মিছিল থেকে ফেরার পথে তরুণীকে লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল। অভিযুক্তকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে তুলেও দেওয়া হয়। কিন্তু অভিযোগ, পুলিশ কয়েক মিনিটের মধ্যে অভিযুক্তকে ছেড়ে দেয়। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ।
জানা গিয়েছে, রবিবার বিকাল ৬টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। নাগরিক সমাজের মিছিল যাচ্ছিল ডরিনা ক্রসিং ধরে। রানি রাসমণি রোডে পৌঁছনোর পর অনেকেই মিছিল থেকে ফিরে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় এক তরুণীকে লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকেন অভিযুক্ত। তরুণী-সহ সঙ্গে থাকা বাকিরা ওই যুবককে ধরেও ফেলেন। ওই এলাকায় কর্তব্যরত পুলিশের হাতেও তুলে দেন। কিন্তু অভিযোগ, পুলিশ অভিযুক্তকে ছেড়ে দেয়। এরপরই ডিসি সেন্ট্রালের অফিসে যান অভিযোগকারীরা। যদিও ডিসি সেন্ট্রাল পাল্টা ফুটেজ শেয়ার করে অভিযুক্তকে দ্রুত ধরার নির্দেশ দিয়েছেন।