"নাগরিকত্ব সকলের জন্মগত অধিকার"-মহম্মদ সেলিম

নাগরিকত্ব আইন সম্পর্কে এক গণ অধিবেশনের আয়োজন করেছিল সিপিআইএম নেতৃত্বরা। সেখানে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন যে, স্বরাজের মতো নাগরিকত্ব প্রত্যেকের জন্মগত অধিকার।

author-image
Shroddha Bhattacharyya
New Update
aaaqqwe

নিজস্ব সংবাদদাতা : নাগরিকত্ব নিয়ে ফের নড়েচড়ে বসলো লাল শিবির। বিভাজনের রাজনীতি রুখতে জনতাকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে জোর দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেন যে, সাম্প্রতিক সময়ে মানুষের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মৌলালি যুবকেন্দ্রে শুক্রবার নাগরিকত্ব বিষয়ে কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (ইউসিআরসি), পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ-সহ কয়েকটি উদ্বাস্তু ও সামাজিক গণসংগঠন গণ-অধিবেশনের আয়োজন করে। সেখানে মহম্মদ সেলিম বলেন যে স্বরাজের মতোই নাগরিকত্ব সকলের জন্মগত অধিকার। তিনি আরও অভিযোগ করেন যে, জনতার কণ্ঠস্বরকে বিভাজিত করা হচ্ছে।

 

add 4.jpeg

cityaddnew

স

স