নিজস্ব সংবাদদাতা: কলকাতায় রামনবমীর মিছিলে অংশগ্রহণ করা সদস্যদের সরবত দিলেন স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যরা। এই প্রসঙ্গে মোহাম্মদ ইমরান আলি বলেছেন, "আজ রাম নবমী এবং শোভাযাত্রা বের হচ্ছে। এই উপলক্ষে আমরা ভক্তদের শরবত বিতরণ করছি। আমরা চাই হিন্দু এবং মুসলিমরা একসাথে থাকুক।"
/anm-bengali/media/media_files/2025/04/06/ZiS3e8anScBHtZfv2yv6.JPG)