নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে বিদ্যুত্ পরিষেবা ছাড়া এক দণ্ড বাঁচা মুশকিল। বৈদ্যুতিক আলো, বৈদ্যুতিক পাখা, এসি, ফ্রিজসহ সবকিছুই এখন মানুষের জীবনের অঙ্গ। কিন্তু বিদ্যুতই যদি না থাকে তাহলে কী পরিস্থিতি হতে পারে তাও হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ গত কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ে। সবচেয়ে খারাপ অবস্থা ছিল বৃহস্পতিবার। জানা গিয়েছে যে ঐদিন নাকি প্রায় ১১০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি পড়ে রাজ্যজুড়ে।
তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, লোডশেডিং এই মুহূর্তে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও আরো কয়েকটি রাজ্যেও। প্রতিটি রাজ্যকে উদ্ধার করতে পুজোর আগেই বড়সড় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মোদি সরকার। কেন্দ্র সরকারের এই নতুন পদক্ষেপের ফলে বিদ্যুত্ সংক্রান্ত যে অভিযোগ সেটার অনেকখানি অবসান ঘটবে বলে জানা যাচ্ছে। সাম্প্রতিককালে জলবিদ্যুত্ কেন্দ্রগুলিতে বিদ্যুত্ উত্পাদন কমে গেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের ঘাটতি হওয়া স্বাভাবিক। আর এই ঘাটতি মেটাতে তাপবিদ্যুত্ কেন্দ্রগুলিতে উত্পাদন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপবিদ্যুত্ কেন্দ্রগুলিতে বিদ্যুত্ উত্পাদনের সংখ্যা বৃদ্ধি করতে বাড়ানো হচ্ছে কয়লা সরবরাহ।