নিজস্ব সংবাদদাতাঃ আপাতত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। তবে খুব ধীর গতিতে এগোচ্ছে এমনটাই জানা গেছে। মৌসম ভবনের পূ্র্বাভাস অনুযায়ী শুক্রবার ভোরে মোচা ক্রমশ গতি পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। রবিবার দুপুরে কক্সবাজার (Coxs Bazar) এবং মায়ানমারের (Myanmar) কাউকপুরের মধ্যে দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার আন্দামানে (Andaman) ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। শনি এবং রবিবারেও আন্দামানের একাধিক অংশে ভারী বৃষ্টি (Heavy Rain) হবে। ভারতের ত্রিপুরা এবং মিজোরামে শনিবার ও রবিবার ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার (Cyclonic Storm) সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় (West Bengal) যে এই মোচা তাণ্ডব চালাবে তার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত জানা যায়নি।