মমতার পশ্চিমবঙ্গ দিবস পালনে আপত্তি নেই! জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

আজ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে অনেক তর্কাতর্কি হয়।

author-image
SWETA MITRA
New Update
suve mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ১লা বৈশাখ 'পশ্চিমবঙ্গ দিবস' হিসেবে পালন করার প্রস্তাব আজ বিধানসভায় পাশ হয়েছে। এদিকে এই প্রস্তাব পাশের প্রতিবাদে আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার এই নন্দীগ্রামের বিধায়ক বলেন, 'ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি নিজে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলেছে। কিন্তু এই সরকার তা না মেনে রাষ্ট্রপটিকে অপমান করা হয়েছে। বিধানসভায় আমরা যা বলেছি আর রাজ্য সরকার যা বলেছে সবই শুনেছেন। আমাদের ভাষণের প্রশংসা করেছেন খোদ রাজ্যপাল। কয়লা, গরু, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বালি পাচারের টাকায় পশ্চিমবঙ্গ দিবস পালন করুন, আমাদের আপত্তি নেই। দুর্নীতির টাকায় অনেক কিছুই করেন মুখ্যমন্ত্রী। ও একটা পাগল, উন্মাদ, মাথার তার কাটা আছে।'