নিজস্ব সংবাদদাতা: বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে সোমবার বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। মন্ত্রী, বিধায়কদের যে মাইনে বেড়েছে তা বিল আকারে নিয়ে আনা হবে এবার খুব শিগগিরই। আর সেই সিদ্ধান্তেই সভায় এদিন সিলমোহর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অধিবেশনেই বিধায়কদের মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটি আইন অনুযায়ী করতে আজ এই অধিবেশন ডাকা হয়েছিল। বাংলার বিধায়কদের বেতন এর আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন করা হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে করা হল ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা। গত ৭ সেপ্টেম্বর এই মাইনে বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বাড়ানোর সিদ্ধান্তে ঘোষণা করেন যে গোটা দেশের মধ্যে বাংলার বিধানসভায় বিধায়কদের মাইনে সবথেকে কম।