‘মহাগুরু’র অনবদ্য কীর্তি, ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে এই খবর ঘোষণা করেছেন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
mithun chk1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সিনেমায় অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ৩০ সেপ্টেম্বর, সোমবার, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে এই খবর ঘোষণা করেছেন। 

Mithun-Chakraborty-1

কেন্দ্রীয় রেল মন্ত্রী এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “মিঠুন দা'র অসাধারণ সিনেমাটিক যাত্রা বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করে! তাই এবার দাদাসাহেব ফালকে সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য মিঠুন চক্রবর্তী জি এই সম্মানের অধিকারী। আগামী ৮ অক্টোবর, ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে”।

এই মুহুর্তে ‘শাস্ত্রী’র প্রচারে ব্যস্ত মিঠুন চক্রবর্তী। বয়স ৭০ পেরোলেও কাজের প্রতি আজও একই রকম ভাবে নিষ্ঠাবাণ তিনি। হাতের হাড় ভেঙে ৬ টুকরো হয়েছে গত মাসে। সেই শরীরেই প্রচারের কাজে এসেছেন কলকাতায়। ফিল্মি কেরিয়ার শুরু ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে। আর তখন থেকেই ধীরে ধীরে ‘ডিস্কো ড্যান্সার’ থেকে ‘মহাগুরু’ হয়ে উঠেছেন তিনি। আর এবার তাঁর সেই অসাধারণ প্রতিভার জন্যেই কেন্দ্র তাঁকে ‘দাদাসাহেব ফালকে’ সম্মানে সম্মানিত করছে।  

Adddd