নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি চাকরিহারা শিক্ষকদের ডি আই অফিস অভিযানকে কেন্দ্র করে এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্য জুড়ে। এই অভিযানকে প্রতিহত করার জন্য একসময় লাঠিচার্জ করতে হয় পুলিশকে। আর এবার এই প্রসঙ্গেই নিজের বক্তব্য রাখতে গিয়ে এক বড় মন্তব্য করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “এই রাজ্যে কি লাঠিপেটা করা নতুন কিছু ? সাংবাদিকরা কথা বললে গ্রেপ্তার হন, আন্দোলন করলে শিক্ষকদের, ছাত্রদের রাস্তায় ফেলে পেটানো হয়।''
/anm-bengali/media/media_files/2025/04/10/WsuFInP5AQylujxRGUPn.jpeg)
এরপর তিনি বলেন, ''এটা আসলে সরকারের কৌশলেরই একটা অংশ। দেখা যাক, আগামী নির্বাচনে রাজ্যের মানুষ কীভাবে এর প্রতিক্রিয়া জানায়। আমি আশাবাদী বিজেপি ক্ষমতায় এলে সব ঠিক হয়ে যাবে।”